The 23rd Annual General Meeting of Jamuna Bank PLC. was held virtually on 30th July, 2024 at 10:00 AM at the Corporate Office of the Bank. Mr. Md. Saidul Islam, Chairman of the Board of Directors of the Bank presided over the meeting. All other Directors, Independent Directors, Managing Director & CEO, Company Secretary and notable shareholders were also present in the meeting. Shareholders approved 17.50% cash and 8.50% stock dividend in the AGM for the year 2023. Shareholders also approved Audited Financial Statements of the Bank for the year ended on December 31, 2023 in the AGM & expressed their views on activities of the bank and made recommendations on various issues.
যমুনা ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা অদ্য ৩০শে জুলাই, ২০২৪ সকাল ১০:০০ ঘটিকায় ভার্চ্যুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: সাইদুল ইসলাম। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানী সেক্রেটারী এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ২০২৩ সালের জন্য ১৭.৫০% ক্যাশ এবং ৮.৫০% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়াও, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।