কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক
যমুনা ব্যাংক টেকসই ও পরিবেশ বান্ধব অর্থায়ন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, সেবার বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর ৩ বার স্থান করে নিয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ -এর হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রসান্ত সামিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ইলিয়াস বলেন: “যমুনা ব্যাংকের গৃহীত টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো শুধু সামাজিক দায়বদ্ধতার নিদর্শন নয়; বরং এগুলো আমাদের ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার দিকেও একটি সুপরিকল্পিত কৌশল। যমুনা ব্যাংক মনে করে, এই রেটিং শুধু একটি স্বীকৃতি নয়; বরং আমাদের দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের প্রতিফলন”।
Jamuna Bank Ranked Among Central Bank’s Top 10 Sustainable Banks for the Third Consecutive Year
Jamuna Bank PLC has once again been recognized among the Top 10 Sustainable Banks of 2024 by Bangladesh Bank—for the third consecutiveyear in a row—in acknowledgment of its sustainable and green financing initiatives, robust financial foundation, expanded service network, and diversified CSR programs aimed at improving the quality of life of marginalized communities. At the Sustainability Rating Recognition Ceremony organized by Bangladesh Bank in Dhaka, the certificate and crest were handed over to Mirza Elias Uddin Ahmed, Managing Director & CEO of Jamuna Bank PLC, by Dr. Ahsan H. Mansur, Governor of Bangladesh Bank. The event was also attended by Deputy Governor Nurunnahar, Director of the Sustainable Finance Department (SFD) Chowdhury Liakat Ali, Senior Vice President of Jamuna Bank Mohammad Prashanta Samir, along with other distinguished officials.
Expressing his gratitude, Mr. Mirza Elias Uddin Ahmed said:
“Jamuna Bank’s sustainable and eco-friendly initiatives are not only a testament to our social responsibility but also a well-planned strategy to strengthen the bank’s financial foundation. We believe that this recognition is more than just an award—it reflects our commitment to responsible and forward-looking banking.”