Notice: Information on this website is currently being updated.

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং এবং ব্যাংকের অগ্রগতিমূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব নূর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। মিটিংয়ে ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Jamuna Bank Holds Managers’ Meeting for Dhaka North and Mymensingh Zone

Jamuna Bank PLC. recently organized its Managers’ Meeting for the Dhaka North and Mymensingh zone at a luxurious hotel in the capital. The meeting focused on the Bank’s ongoing business operations, customer service enhancement, sustainable banking and forward-looking strategies and several important decisions were adopted to ensure future growth and development of the bank.

Honorable Chairman of Jamuna Bank PLC. Robin Razon Sakhawat, graced the event as the Chief Guest, while Al-Haj Nur Mohammed, Director of the Bank, was present as the Special Guest. The meeting was presided over by. Mirza Elias Uddin Ahmed, Managing Director and CEO of Jamuna Bank PLC. Managers of all branches and sub-branches from the Dhaka North and Mymensingh zones, along with senior officials from the Head Office, participated in the event.