যমুনা ব্যাংক ও অ্যাপোলো ক্লিনিক লাইসেন্সঃ জেএমআই স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি
যমুনা ব্যাংক পিএলসি. এবং অ্যাপোলো ক্লিনিক লাইসেন্সঃ জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নূর মোহাম্মদ এবং অ্যাপোলো জেএমআই স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের উপদেষ্টা মসিউর রহমান কামাল উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুস সালামসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে যমুনা ব্যাংক তাদের সম্মানিত গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পোষ্যদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সুফলদায়ক করার অঙ্গীকার ব্যক্ত করল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাপোলো ক্লিনিকের লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাসহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে।
Jamuna Bank Signs MoU with Apollo Clinic Licensee: JMI Specialized Hospital Ltd. to Provide World-Class Healthcare Benefits
Jamuna Bank PLC. has signed a memorandum of understanding (MoU) with Apollo Clinic Licensee: JMI Specialized Hospital Ltd. on 9 September 2025 at Jamuna Bank Tower, Dhaka. The MoU was signed by Noor Mohammed, Deputy Managing Director & CBO of Jamuna Bank PLC, and Mosiur Rahman Kamal, Advisor of Apollo JMI Specialized Hospital Ltd. Along with Jamuna Banks Additional Managing Director & COO Md. Abdus Salam, other senior officials from both organizations were also present during the signing ceremony. Through this partnership, Jamuna Bank strengthens its commitment to ensuring the well-being of its valued stakeholders. As JMI Specialized Hospital is a licensee of the internationally reputed Apollo Clinic, this collaboration will make advanced and world-class healthcare services more accessible and rewarding for the bank’s clients. Under this agreement, Jamuna Bank’s customers, employees and their dependents will gain access to specialized healthcare facilities with exclusive benefits.