যমুনা ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত
সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-১ এ যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
যমুনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মোঃ আব্দুস সালামের উপস্থিতিতে উপ-ব্যবস্থপনা পরিচালক এবং সিবিও নূর মোহাম্মদ এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় স্বাস্থসেবায় যমুনা ব্যাংক এর ক্রেডিট কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবার ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
Jamuna Bank PLC Signs Corporate Health Agreement with United Health Care Services Limited
Jamuna Bank PLC. and United Health Care Services Limited signed a Corporate Health Agreement on October 30, 2025, at Jamuna Bank Tower, Gulshan-1, Dhaka.
The agreement was formally signed by Noor Mohammed, Deputy Managing Director & CBO of Jamuna Bank PLC, and Mohammad Faizur Rahman, Chief Executive Officer of United Health Care Services Limited, in the presence of Additional Managing Director and COO Md. Abdus Salam alongside other senior officials from both organizations. Under this agreement, United Health Care Services Limited will provide up to 20% discount on all healthcare benefits to Jamuna Bank PLC’s credit cardholders, employees and their families.
