যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
যমুনা ব্যাংক পিএলসি. সম্প্রতি নাজিমগড় রিসোর্টস এর সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজধানীর যমুনা ব্যাংক টাওয়ারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নূর মোহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টস এর পরিচালক আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় যমুনা ব্যাংকের সকল (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) কার্ডধারীরা রিসোর্টের রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই চুক্তি যমুনা ব্যাংকের গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতিরই একটি অংশ, যা গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।
Jamuna Bank Signs MoU with Nazimgarh Resorts
Jamuna Bank PLC. has recently signed a strategic memorandum of understanding (MoU) with Nazimgarh Resorts. The signing ceremony took place on 15 September 2025 at Jamuna Bank Tower, Dhaka. The MoU was signed by Noor Mohammed, Deputy Managing Director & CBO of Jamuna Bank PLC, and Abu Rushd Tarek, Director of Nazimgarh Resorts, on behalf of their respective organizations. Senior officials from both organizations were also present at the event. Under this agreement, Jamuna Bank cardholders will enjoy upto 40% discounts for Banks all (debit, credit & prepaid) and special privileges on room tariff offered by Nazimgarh Resort Sylhet city & Lalakhal Resort. This collaboration reflects Jamuna Bank’s ongoing commitment to providing enhanced lifestyle benefits and tailored experiences to its customers, further enriching their overall banking journey.