Jamuna Bank holds 24th Annual General Meeting
Jamuna Bank PLC successfully held its 24th Annual General Meeting (AGM) on Tuesday, 24 June 2025, at 11:00 AM through a virtual platform from its Corporate Office in Dhaka. The meeting was presided over by Mr. Robin Razon Sakhawat, Chairman of the Board of Directors of the Bank. The AGM was attended by members of the Board of Directors, including Independent Directors, the Managing Director & CEO Mirza Elias Uddin Ahmed, the Company Secretary and a significant number of valued shareholders. In recognition of the Bank’s consistent growth and sound financial performance, the shareholders approved a dividend comprising 17.50% in cash and 6.50% in stock for the financial year 2024. The Board of Directors expressed their gratitude to all shareholders, customers and stakeholders for their continued trust and support.
যমুনা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
যমুনা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অদ্য ২৪শে জুন, ২০২৫ সকাল ১১:০০ ঘটিকায় ভার্চ্যুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানী সেক্রেটারী এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ২০২৪ সালের জন্য ১৭.৫০% ক্যাশ এবং ৬.৫০% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়াও, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। পরিচালনা পর্ষদ সকল শেয়ারহোল্ডার, গ্রাহক এবং অংশীদারদের প্রতি তাদের নিরবচ্ছিন্ন আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ব্যাংকিং কার্যক্রমে উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি এবং গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।