Inauguration of Entrepreneur Development Program Jointly Organized by Bangladesh Bank and Jamuna Bank PLC.
A month-long Entrepreneurship Development Program was inaugurated on July 24, 2025, in Jhenaidah, jointly organized by Jamuna Bank PLC and Bangladesh Bank under the SICIP project of the Ministry of Finance. The event was chaired by Md. Shahidul Islam, Deputy Managing Director & CRO of Jamuna Bank PLC. Md. Nazrul Islam, Additional Director of Bangladesh Bank and Project Director of SICIP, attended as the Chief Guest, while Superintendent of Police Md. Manzur Morshed formally inaugurated the program. Moazzem Hossain, President of Johan Food Agro Chamber of Commerce, and Md. Shamsul Alam, Executive Director of SEHEO, were present as special guests. The program aims to build the capacity of new and existing entrepreneurs through training and financial support, especially those outside the formal banking system. Senior officials and local entrepreneurs attended the event, where guests expressed hope that the initiative would promote financial inclusion and strengthen local entrepreneurship.
বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন
“উদ্যোক্তা হবো, দেশ গড়বো” এই শ্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ঝিনাইদহে (গত ২৪ জুলাই, ২০২৫) বৃহস্পতিবার এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থপনা পরিচালক, মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মনজুর মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহের জোহান ফুড এগ্রো চেম্বার অফ কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন এবং এসইএইচইও এর নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় এই উদ্যোগের লক্ষ্য হলো নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশ গ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঝিনাইদহের সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে সহায়ক হবে।